ডেক্স রিপোট- চীনের সানাইয়া শহরে চলছে মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা। আর এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন মিস বাংলাদেশ “ঐশী”।
ইউএনবি- মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরের সেরা সুন্দরীদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা ২০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এ বছর ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জিতে নেন ঐশী।
প্রতিযোগিতায়ে হেড টু হেড চ্যালেঞ্জে গ্রুফ ৬ থেকে চ্যাম্পিয়ন হন ঐশী। এখন সামনের ধাপ কয়টি পার করতে পারলে তাকে দেখা যেতে পারে গ্র্যান্ড ফিনালেতে। হাজারও সুন্দরীদের পেছনে ফেলে ঐশী এখন বিশ্ব সুন্দরী হওয়ার দৌড়ে।
বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মাটিভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন ঐশী। ১৮ বছর বয়সী এই সুন্দরী চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন।
উল্লেখ্য, গত বছর এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলো জেসিয়া ইসলাম। সেরা ৪০ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি।
চলতি মাসের ৮ ডিসেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত হবে বিশ্ব সুন্দরীর গ্র্যান্ড ফিনালের জমকালো আসর।