মঙ্গলবার১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণ, ঝরল ৪ প্রাণ

লক্ষ্মীপুরে একটি সিএনজি ফিলিং স্টেশনে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণে চারজন নিহত হয়েছে।গতকাল রোববার রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গ্রীনলিফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি আব্দুল মনাফ বলেন–ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পরে আরেকজন মারা যান। এর বাইরে অন্তত ১৪ জন আহত হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন- হৃদয় (১৯), ইউসুফ (৩২) ও সুজন (২৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে। তিনি পেশায় মোটর মেকানিক। ইউসুফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে, আর সুজন সদর উপজেলার চরমনসা গ্রামের বটু মিয়ার ছেলে।

আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের কারো হাত, কারো পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন।।