সোমবার৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি মানিক,বিশেষ অঙ্গে অস্ত্রোপচার

আলোচিত সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিচারপতি মানিকের বিশেষ অঙ্গে অস্ত্রোপচার শেষে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করে সিলেট এম এ জি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, রাত ৮টার দিকে শামসুদ্দিন মানিককে অস্ত্রোপচারের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কারাকর্তৃপক্ষ।

জরুরী  তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়। সেখানে দীর্ঘ ৪৫ মিনিট তার বিশেষ অঙ্গে (অণ্ডকোষ) অস্ত্রোপচার করা হয়। তাকে বর্তমানে হাসপাতালের আইসিউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।।