মঙ্গলবার১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

আমি পদত্যাগ করব না: চাঁবিপ্রবি উপাচার্য নাছিম

কোটা সংস্কার আন্দোলনে বাধা দেওয়ায় শিক্ষার্থীদের পদত্যাগের দাবির মুখে থাকা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাছিম আখতার পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন।

আজ  শনিবার (১০ আগস্ট) বিকেলে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যারা আন্দোলন করছেন, তারা তাদের যৌক্তিক মনে করছেন বলে পদত্যাগের দাবি তুলেছেন। তবে আমার মতে, পদত্যাগের মতো কোনও ঘটনা ঘটেনি। আমাকে সরকার নিয়োগ দিয়েছে।সরকাট প্রয়োজন মনে না করলে চলে যাবো।