রবিবার৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ঈদের দিন বাংলা মদ খেয়ে ৩ বন্ধুর মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে বাংলা মদ খেয়ে তিন বন্ধু মারা গেছেন। ঈদের দিন গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।ওই তিন বন্ধু হলেন শারিকুল ইসলাম পিন্টু (১৮), আশিক হোসেন (১৮) ও নিশাত আলী (১৭)। তারা মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।”

‘;মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বিকেলে মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে বন্ধুরা মিলে বাংলা মদ পান করেন। এতে তিনজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে আশিক হোসেন ঘটনাস্থলে মারা যান। নিশাত আলী ও শারিকুল ইসলাম পিন্টুকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

;ওসি আরও জানান- বিষাক্ত বাংলা মদ অতিরিক্ত পান করায় তারা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের মরদেহ মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।