মঙ্গলবার৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪  উদযাপন

চাঁদপুর জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে ১৭ মার্চ চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসন কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি  উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), প্রফেসর অসিত বরণ দাশ, অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জনাব এম. এ ওয়াদুদ, নির্বাচিত কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, চাঁদপুর, ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, জনাব রতন কুমার মজুমদার, অধ্যক্ষ, পুরানবাজার ডিগ্রি কলেজ, বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপু, জনাব শাহাদাত হোসেন শান্ত, সভাপতি, চাঁদপুর প্রেসক্লাব, ডা. পীযূষ কান্তি বড়ুয়াসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন।

অত:পর সরকারি শিশু পরিবারে বৃক্ষরোপণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রথম দিবসের অনুষ্ঠানের সমাপনী হয়।