কুমিল্লার দাউদকান্দিতে কার্ভাডভ্যান-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।”
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি উপজেলার মহানন্দ এলাকায় গৌরিপুর-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।”
;দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন-তারা ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর সেখানে একজনের মৃত্যু হয়।”
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন- মরদেহ উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত অটোরিকশা এবং কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। .