রবিবার১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১০ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায়  পিটিয়ে পুলিশ হত্যা, যুব-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টনে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা।

রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রোববার (১২ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।”

;মঈন জানান- গ্রেপ্তাররা হলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলী।এর মধ্যে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে শনিবার রাতে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।”

;আর চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে জেলা সদর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর সদস্যরা।”

;উল্লেখ্য- সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর দুপুর ২টায় নয়াপল্টনে সমাবেশ শুরু করে বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা।”

;এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ আরও একজন নিহত হন।.