রাজধানীর নয়াপল্টনে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার (১২ নভেম্বর) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।”
;মঈন জানান- গ্রেপ্তাররা হলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলী।এর মধ্যে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমকে শনিবার রাতে ফেনী সদর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৭।”
;আর চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মো. ইউসুফ আলীকে জেলা সদর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর সদস্যরা।”
;উল্লেখ্য- সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর দুপুর ২টায় নয়াপল্টনে সমাবেশ শুরু করে বিএনপি। সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা।”
;এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ আরও একজন নিহত হন।.