বুধবার১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

 এখনো অনিশ্চয়তা আছে নির্বাচন নিয়ে

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন-নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। বিএনপি নির্বাচন করবে না, তারা আন্দোলন করবে, সেখানে সহিংসতা হতে পারে, নির্বাচন নিয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এসব বিষয় নিয়ে অনিশ্চয়তা আছে। ”

;মর্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন জি এম কাদের। রাজধানীর একটি হোটেলে আজ (সোমবার) বিকেল ৩টায় জাতীয় পার্টির সঙ্গে এ বৈঠক হয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের।”

;জি এম কাদের বলেন, ‘নির্বাচনে সবার অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়, এসব বিষয়ে তারা (যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সদ্যসরা) জানতে চেয়েছেন। তারা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে, তা ফেয়ার বা আনফেয়ার হলো তা বোঝা যায় না।”

;জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য রানা মোহাম্মদ সোহেল, উপদেষ্টা মাসরুর মওলা এবং ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।