বরিশাল নগরীর পলাশপুর বস্তিতে গাঁজা বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ দুই সদস্য। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ওই বস্তিতে তাদের আটকে রাখে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। তারা হলেন- বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ওবায়েদুল্লাহ ও সিপাহি সবুর। “
;ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত বিভাগীয় পরিচালক পরিতোষ কুমার কুন্ড বলেন- তাদের দুই সদস্য পলাশপুরে গাঁজা বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে। তারা রোববার ৩ কেজি গাঁজা উদ্ধার অভিযানে ছিলেন। আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। “
;কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান জানান-তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।.