সোমবার৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা মেডিকলে কারাবন্দী হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মো. রাসেল (৩৪) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে।আজ (শনিবার) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন বন্দী রাসেল। পরে সেখান থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আলামিনসহ কারারক্ষীরা তাকে সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

;রাসেল শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার আনায়ন ব্যাপারী বাড়ি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”

;ঢাকা কেন্দ্রীয় কারাগার  এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান- রাসেল শাহজাহানপুর থানার একটি মারামারি মামলায় বন্দী ছিল।.