কক্সবাজারের উখিয়া ১৯ নম্বর ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গোলাগুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া (৩২) নিহত হয়েছেন। এ সময় তিন আরসা সদস্যকে আটক করা হয়েছে।”
;এ ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।আটক আরসা সদস্যরা হলেন মোহাম্মদ তাহের (৪৫), জামাল হোসেন (২০) ও লিয়াকত আলী (২৫)।আজ মঙ্গলবার সকালে উখিয়া ক্যাম্প ১৯ -এর ৮ নম্বর ব্লক আমিন মাঝির বাড়ির পাশে এই ঘটনা ঘটে।”
;নিহত লালাইয়া আরসার কমান্ডার এবং ক্যাম্পের সন্ত্রাসী তালিকায় শীর্ষস্থানে ছিল বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. ফারুক আহমেদ।”
;তিনি বলেন- মঙ্গলবার ভোরে একদল আরসা অস্ত্রধারী উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে অবস্থান করছিল। খবর পেয়ে ঘোনারপাড়া পুলিশের ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।”
;ফারুক আহমেদ বলেন বলেন-এ ঘটনায় ১৩ নম্বর তানজিমারখোলা ক্যাম্পের নুরুল আমিনের ছেলে আব্দুল মজিদ নিহত হন। পরে ঘরে তল্লাশি চালিয়ে আরসার তিন সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে। এ সময় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।”
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- নিহত রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চলমান আছে।.