রবিবার২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ২৬শে রজব, ১৪৪৬ হিজরি১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

আপনি কি শিক্ষিত,স্বল্প শিক্ষিত বেকার বা গৃহীনী, যদি আপনার হাতে প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় থাকে আর এ সময়কে কাজে লাগিয়ে হতে পারেন সাবলম্বী, করতে পারেন সম্মান জনক উপার্জন। জয়েন করুন- বঙ্গরাজ কোম্পানী লিমিটেডে এ ব‌্যান্ড প্রমোটর হিসেবে। সম্মাান জনক উপার্জন  করে,হতে পারেন স্বাবলম্বী। এগিয়ে যান নতুন  উদ্বোমে।-

এ প্রতিষ্ঠানে কেন কাজ করবেন?

* নিজ এলাকায় কাজ করার সুযোগ (এক এলাকায় ১জনের বেশি নিয়োগ দেয়া হবে না)।

* কোন জয়েনিং ফি বা জামানত লাগে না।

* কোন ভাবে লোকসান বা প্রতারিত হওয়ার সুযোগ নেই।

*আমাদের সকল পন‌্য আন্তজাতিক গুনমান সম্পুর্ন এবং মূল‌্য সাধারন মানুষের সাধ‌্যের মধ‌্যে।

*ভালো কাজের ম‌াধ‌্যমে বেতন বৃদ্ধিসহ রয়েছে প্রমোশনের সুযোগ।

* বিশেষ ক্ষেত্রে সাটিফিকেট বিহিন নারী বা সীমিত পরিসরে প্রতিবন্ধিদের কাজের সুযোগ দেয়া হবে।

বেতন  ও অনান‌্য সুযোগ সুবিধা আলোচনা সাপেক্ষে।

আমাদের পন‌্য সমূহ- বঙ্গরাজ ব‌্যান্ডের শরিষার তেল,সয়াবিন তেল,চাল, চা পাতা, হলুদ, মরিচ,চিনিগুড়া চাল,ডিটারজেন্ট,মশার কয়েল,ভিমবার ইত‌্যাদি

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-

 কপোরেট অফিস৪৫৮ (২য়তলা) কুমিল্লা রোড,( চক্ষু হাসপাতালে বিপরিতে), চাঁদপুর। মোবাইল-01713628018 ইমেইল–BANGARAJCOMPANY @GMAIL.COM ওয়েব-BANGARAJ.COM.BD