বৃহস্পতিবার১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহে

মা ও দুই ছেলেসহ ৪টি কবরের কঙ্কাল চুরি

ময়মনসিংহের ভালুকায় মা ও দুই ছেলেসহ চারটি কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল (শনিবার) রাতে উপজেলার মেদুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।”

;স্থানীয় সূত্রে জানা যায়- আজ রোববার সকালে পথচারীরা দেখতে পান, ভালুকার মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী গ্রামের আরফান আলী ও গিয়ার উদ্দিনের পারিবারিক কবরস্থান থেকে চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়েছে।”

;আরফান আলী জানান- প্রায় ৯ বছর আগে তার মা মানিকজান মারা যান। এ ছাড়া তার ভাই আলাল উদ্দিন ৬ বছর আগে ও আব্দুল ওয়াহাব এক বছর দুই মাস আগে মারা যান। প্রতিবেশী গিয়াস উদ্দিন ওরফে গেনু শেখ গত ৬ মাস আগে মারা গেছেন।”

;দুর্বৃত্তরা রাতে তাদের চারটি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।আরফান আলী জানান- প্রায় ৯ বছর আগে তার মা মানিকজান মারা যান। এ ছাড়া তার ভাই আলাল উদ্দিন ৬ বছর আগে ও আব্দুল ওয়াহাব এক বছর দুই মাস আগে মারা যান।”

;প্রতিবেশী গিয়াস উদ্দিন ওরফে গেনু শেখ গত ৬ মাস আগে মারা গেছেন। দুর্বৃত্তরা রাতে তাদের চারটি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।,

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন- ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে কঙ্কার চুরির ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।,