মঙ্গলবার২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

চলে গেলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। ছবি সংগৃহীত।

চলে গেলেন  পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ (৭৯) । আজ(রোববার) আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর জিও নিউজের।”

’এ খবরে বলা হয়েছে- পারভেজ মোশাররফ গত কয়েক সপ্তাহ ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন।১৯৪৩ সালের ১১ আগস্ট অবিভক্ত ভারতের দিল্লিতে জন্ম পারভেজ মোশাররফের। তারপর পাকিস্তানে চলে যায় তার পরিবার।”

;করাচির সেন্ট প্যাট্রিকস হাই স্কুলে পড়াশোনা করেন। এরপর লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজে উচ্চশিক্ষার পাঠ নিয়ে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। তার পর ধাপে ধাপে সেনাপ্রধান হন এবং দেশের ক্ষমতার দখল নেন।”

;সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে ক্ষমতায় আসেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। পরে ২০১৯ সালে তাকে দেশদ্রোহিতার কারণে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু পরবর্তী সময়ে সেই মৃত্যুদণ্ডাদেশ বাতিল করা হয়।.