শুক্রবার২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ২৪শে রজব, ১৪৪৬ হিজরি১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে শিশু ধর্ষণের দায়ে ৬০ বছরের বৃদ্ধের যাবজ্জীবন

সংগৃহীত ছবি

সংবাদ দাতা-মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এম এ মেজবাহ উদ্দিন এ রায় ঘোষণা করেন। গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণের দায়ে বিল্লাল হোসেন ভূইয়া (৬০) নামে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।
তিনি উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া গ্রামের মৃত রহিম উদ্দিন ভূইয়ার ছেলে।
মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তৃতীয় শ্রেণির এক ছাত্রী বিল্লাল হোসেন ভূইয়ার বাড়ীতে খেলতে যায়। তখন তাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।