বাংলা সংবাদ২৪ ডেস্ক-–
চোখে রাসায়নিক ছিটিয়ে দেওয়ার পর জোর করে গাড়ি তুলে নিয়ে গিয়ে এক যুবককে গণধর্ষণের অভিযোগ চার তরুণীর উঠেছে। ভারতের পাঞ্জাবের জালন্ধরে এ ঘটনা ঘটেছে।পুলিশ জানিয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ”
;ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের খবরে বলা হয়, ভুক্তভোগী যুবক একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি অভিযোগ করেছেন, কাজ থেকে বাড়ি ফেরার পথে জালন্ধরের কাপুরথালা রোডে একটি গাড়ি তার সামনে এসে দাঁড়ায়। ওই গাড়িতে থাকা চার তরুণী একটি চিরকুট দিয়ে তার ঠিকানা জিজ্ঞাসা করেন।”
;সেই চিরকুটে লেখা ঠিকানা পড়ার সময় তারা তার চোখে রাসায়নিক ছিটিয়ে দিতেই তিনি জ্ঞান হারান। ওই যুবকের দাবি- জ্ঞান ফিরলে তিনি দেখেন একটি গাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন।”
;যুবকের অভিযোগ- গাড়িতে থাকা চার তরুণী তাকে জোর করে মাদক সেবন করান। তার পর টানতে টানতে একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে চারজন মিলে তাকে ধর্ষণ করেন। তারপর তাকে জঙ্গলে ফেলে রেখে চলে যান তারা। ”
;ভুক্তভোগী যুবক আরও দাবি করেন- ওই তরুণী নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলছিলেন। তারা উচ্চবিত্ত পরিবারের সদস্য তাদের পোশাক-আশাক দেখে মনে হয়েছে।,