বৃহস্পতিবার২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের মৃত্যুতে মায়ের আত্মহত্যা

-টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় একমাত্র মেয়ের মৃত্যুতে হেক্সিসল পান করে আত্মহত্যা করেছেন বাসন্তী বণিক (৫১) নামে এক নারী। আজ (শুক্রবার_ উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগর ভাতগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।”

;বাসন্তী বণিক ওই গ্রামের প্রাণকৃষ্ণ বণিকের স্ত্রী।আজ দুপুরে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান- মরদেহ উদ্ধার করা হয়েছে।”

;এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়- বাসন্তী ও প্রাণকৃষ্ণ দম্পত্তির একমাত্র সন্তান পূজা বণিক (১৮) কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”

;গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় পূজার মৃত্যু হয়। আজ ভোরে একমাত্র সন্তানের মরদেহ বাড়িতে আনা হলে শোক সইতে পারেননি বাসন্তী। সবার অজান্তে বাথরুমে ঢুকে হেক্সিসল পান করেন তিনি। পরে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

;মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন- ঘটনাটি হৃদয়বিদায়ক। পরিবার আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।.