বরিশাল প্রতিনিধি-
বরিশালে বিএনপির গণসমাবেশে শুরু হয়েছে। আজ (শনিবার) বেলা ১১টা থেকে মহানগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) এই সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা রংপুরের পর এটি বিএনপির পঞ্চম গণসমাবেশ। ”
;সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বেলা ১১টায় হাফেজ মওলানা আবু নাঈম কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়।”
;এই গণসমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মানে দুটি চেয়ার ফাঁকা চেয়ার রাখা হয়েছে। সূর্যের প্রচণ্ড রোদে সমাবেশস্থলে নেতাকর্মীরা নেতাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে স্লোগান দিচ্ছে। ইতোমধ্যে বঙ্গবন্ধু উদ্যান ছাড়িয়ে সমাবেশ স্থলের নেতাকর্মীরা নগরীর কয়েক কিলোমিটার ছড়িয়ে আছে।:
আর বরিশালে বিএনপির সমাবেশকে ঘিরে ডাকা হয়েছে একের পর এক পরিবহন ধর্মঘট। শহরের প্রবেশপথে দেওয়া হচ্ছে বাধা। হামলা করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদের ওপর। তারপরও সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে নেমেছে জনতার ঢল। আর এই সমাবেশকে কেন্দ্র করে বরিশালে অনিবার্য কারণে মুঠোফোন ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে “
;আজ শনিবার সকাল ৯টার পর থেকে বরিশালে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন মিডিয়া কর্মীরা। সমাবেশ কাভার করতে যারা বরিশালে অবস্থান করছেন তারা ঢাকায় সংবাদ প্রেরণের জন্য ছুটছেন নানা প্রান্তে।;
এদিকে কুমিল্লায় এক সমাবেশে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএপি টাকা দিয়ে লোক ভাড়া করে মহাসমাবেশ করছে। তিনি আরো বলেন মুচলেকা দিয়ে পালিয়ে যাওয়া লোকটিই এখন বিএপির নেতা।;