আন্তজাতিক ডেস্ক–
ভারতের কর্ণাটকে আদালতে সবার সামনে গলা কেটে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। গতকাল (শনিবার) হাসান জেলার হোলিনারসিপুরার পারিবারিক আদালত চত্বরে এ ঘটনা ঘটে “
;ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়- বিয়ের সাত বছর পর পারিবারিক আদালতে শিবকুমার ও চিত্রা দম্পতি বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। এ সময় ওই দম্পতিকে পুনরায় একসঙ্গে থাকতে এক ঘণ্টার কাউন্সেলিং সেশন দেওয়া হয়।”
;তখন শিবকুমার ও চিত্রা উভয়ই রাজি হন পুনরায় সংসার করতে। এরপর আদালতের শৌচাগারে চিত্রা গেলে পেছন থেকে তার গলায় ছুরিকাঘাত করেন শিবকুমার। সেখানে থেকে চিত্রাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।”
;এ ঘটনার পর শিবকুমার পালানোর চেষ্টা করলে পথচারীরা তাকে পুলিশে দেয়। তার বিরুদ্ধে ভারতীয় মামলা দায়ের হয়েছে।কীভাবে শিবকুমার আদালত চত্বরে অস্ত্র নিয়ে ঢুকলেন, তা খতিয়ে দেখছে পুলিশ কর্মকর্তারা।”
;হাসান জেলার পুলিশ কর্মকর্তা হরিরাম শঙ্কর বলেন-আদালত প্রাঙ্গণের এ ঘটনায় তাকে আমাদের হেফাজতে নিয়েছি। তিনি যে অস্ত্রটি ব্যবহার করেছেন- তা জব্দ করা হয়েছে।;