ডেস্ক রিপোট-
;যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপারমার্কেটে বন্দুকধারীর হামলায় গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, শনিবার নিউইয়র্কের বাফেলো শহরের এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।প্রতিবেদনে বলা হয়েছে, বিকেলে শহরের ব্যস্ত একটি সুপার মার্কেটে ঢুকে করে গুলি চালায় এক তরুণ। তাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।”
;তবে তদন্তের স্বার্থে তার প্রকাশ করা হয়নি।পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটিকে ‘জাতিগত বিদ্বেষ থেকে উদ্বুদ্ধ অপরাধ’ হিসেবে তদন্ত করছে। পুলিশের বরাতে বিবিসি আরও জানিয়েছে, ওই তরুণ এ হামলা লাইভে সম্প্রচারের জন্য একটি ক্যামেরা ব্যবহার করেন।”
;যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ ঘটনাকে ‘হিংসাত্মক উগ্রবাদ’ হিসেবে আখ্যায়িত করেছে। বাফেলো শহরে এফবিআইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা স্টিফেন বেলিঙ্গিয়া সংবাদ সম্মেলনে ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়ে বলেন- হামলা চালানোর আগে অভিযুক্ত তরুণকে গাড়ি নিয়ে ওই এলাকায় কয়েক ঘণ্টা ঘুরতে দেখা গেছে। যারা হামলার শিকার হয়েছেন তাদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ। তারা সবাই সুপারমার্কেটে কাজ করতেন।;