মঙ্গলবার৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

 শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভার ঘোষণা প্রেসিডেন্টের

আন্তজাতিক ডেস্ক–

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্ষে বিক্ষোভকারীদের পদত্যাগের দাবির মুখে বিপর্যস্ত অবস্থায় আছেন । তবে তার মধ্যেও নতুন ১৭ সদস্যকে মন্ত্রিসভায় নিয়োগ দিয়েছেন তিনি।এর আগে, দেশটিতে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের ফলে মন্ত্রিসভার ২৬ জন মন্ত্রী একযোগে পদত্যাগ করেন “

;তবে চলমান বিক্ষোভের মুখে দুই সপ্তাহের ব্যবধানে নতুন মন্ত্রিসভা নিয়োগ দিলেন রাজাপাক্ষে। তার দলের বেশ কয়েকজন সদস্যকে বিভিন্ন পদে পুনর্নিয়োগ করেছেন তিনি। নতুন সরকারকে সাহায্য করার জন্য বিরোধী দলগুলোকে আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তারা।”

১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পাওয়ার পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দ্বীপ রাষ্ট্রটি। বৈদেশিক মুদ্রার অভাবে খাদ্য, জ্বালানি আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। যার ফলে দেশটিতে সৃষ্টি হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ঘাটতি এবং সবকিছুর দাম আকাশ ছুঁয়েছে এরি মধ‌্যে।