‘সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পাতলি ইউনিয়নের সুলেমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।”
ভোরে কালবৈশাখী ঝড়ে তাদের টিনের ঘরের ওপর দুটি বড় গাছ ভেঙে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-হারুন মিয়ার স্ত্রী মৌসুমা বেগম (৩৫) ও তার চার বছরের মেয়ে মাহিমা আক্তার এবং এক বছরের ছেলে হোসাইন মিয়া।স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক জানিয়েছেন, ওই পরিবার নেত্রকোনার বাসিন্দা। তারা সুলেমানপুর গ্রামের এক প্রবাসীর বাড়িতে থাকে কেয়ারটেকার হিসেবে।”