সোমবার৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে এলাকাবাসীর হাতে ২ এসআই আটক

মৌলভীবাজার প্রতিনিধি-

মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা ট্যাবলেট দিয়ে এক ফার্মেসি মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগে স্থানীয়দের হাতে কমলগঞ্জ থানার দুই এসআই আটকের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাত ৯টায় উপজেলার আদমপুরের মধ্যভাগ বাজারের ফার্মেসি নিউ মেডিসিন কর্নারে এ ঘটনা ঘটে “

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়- শনিবার রাতে কমলগঞ্জ থানার এসআই হারুন-অর-রশীদ চৌধুরী ও সিরাজুল ইসলাম মাদক অভিযান চলছে বলে স্বপন কুমার সিংহের ফার্মেসিতে আসেন।”

পরে তল্লাশি করা হচ্ছে বলে সকল ওষুধ তছনছ করে একপর্যায়ের নিজেদের সঙ্গে নিয়ে আসা কয়েকটি ইয়াবা ট্যাবলেট রেখে বলেন এইতো এগুলো এ ফার্মেসিতে পাওয়া গেছে। এ সময় ফার্মেসির মালিক স্বপন প্রতিবাদ করলে পুলিশ কোনো কথা শুনতে রাজি হননি। পরে আশপাশের দোকানি ও মানুষজন এসে পুলিশদের আটকে রাখেন।”

;আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন  বলেন- মণিপুরী সম্প্রদায়ের ছেলে স্বপন কুমার সিংহ জানামতে ভালো একজন মানুষ। এর আগেও তিনি আদমপুর বাজারে ছোট একটি ফার্মেসির ব্যবসা করেছেন। তিনি (চেয়ারম্যান) জেনেছেন রাতে থানার দুই এসআই মাদক উদ্ধারের জন্য তার (স্বপনের) ফার্মেসিতে গিয়ে তল্লাশি চালালে মধ্যবাগসহ আশপাশ এলাকার বিক্ষুব্ধ মানুষজন তাদেরকে আটকিয়ে প্রতিবাদ করে “

এদিকে মধ্যভাগের এলাকাবাসীরা অভিযোগ করে বলেন-অবরুদ্ধ হওয়া দুই এসআই নানাভাবে সাধারণ মানুষজনকে হয়রানি করে থাকেন। তাদের নাম শুনলেই মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে।”

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান – মাদকদ্রব্যের অভিযানে পুলিশ গিয়েছিল। তবে স্থানীয়দের দাবি ফার্মেসির মালিক স্বপন কুমার সিংহ মাদকের সঙ্গে জড়িত নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।;