সোমবার২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে 

‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বৈঠকে বসেছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে তুরস্কে এই বৈঠক শুরু হয়েছে।”

;ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর হামলা শুরুর পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এটিই প্রথম বৈঠক।বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বৈঠকে অংশ নিতে বুধবার তুরস্কে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাও বুধবারই বৈঠকস্থল তুরস্কের আনাতোলিয়া শহরে পৌঁছান।”

;বিবিসি জানিয়েছে- তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর আহ্বানে বৃহস্পতিবারের শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কের ওই শহরে পৌঁছেছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।”

;এদিকে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কিছুক্ষণ আগে সাংবাদিকদের জানিয়েছেন (উভয় নেতার) বৈঠক শুরু হয়েছে।’