প্রতিবেদক-বরিশালের আগৈলঝাড়ায় ভ্যানে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম লিমা রায় (২৩)। সে বরিশাল বিএম কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিল। লিমা উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামের বিমল রায়ের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মামা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে শনিবার বিকেলে জোবারপাড়ের কান্দিরপাড় এলাকায় অটোভ্যানে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় লিমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনন কুমার দে লিমাকে মৃত ঘোষণা করেন।