বুধবার১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরখাস্ত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর 

গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম।

অবশেষে বরখাস্ত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের বহিষ্কৃত এ  নেতাকে আজ সাময়িক বরখাস্ত করা হয়েছে। :

;আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।তিনি বলেন-মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে অনেকে মন্ত্রণালয়ে বেশকিছু অভিযোগ করেছেন। সেগুলোর বিষয়ে মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে।”

;নিয়মানুযায়ী, কোনো মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেওয়া হলে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে। আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি।;