বৃহস্পতিবার২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বরখাস্ত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর 

গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম।

অবশেষে বরখাস্ত হলেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের বহিষ্কৃত এ  নেতাকে আজ সাময়িক বরখাস্ত করা হয়েছে। :

;আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।তিনি বলেন-মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে অনেকে মন্ত্রণালয়ে বেশকিছু অভিযোগ করেছেন। সেগুলোর বিষয়ে মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে।”

;নিয়মানুযায়ী, কোনো মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেওয়া হলে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়ার বিধান রয়েছে। আমরা তাকে সাময়িক বরখাস্ত করেছি।;