শুক্রবার৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের ধাক্কায় ২ভাইয়ের মৃত্যু, বাবা হাসপাতালে

আশুগঞ্জে (ব্রাহ্মণবাড়িয়ার)  ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী রুবেল (৩৩) ও পাবেল (২৩) নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুই সহোদর। ”

;এ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা সাদেক মিয়া।রোববার সকালে উপজেলার তালশহর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা।”

;এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ধর্মজিৎ সিংহ জানান- সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা আশুগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। পথে তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয় “

;এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা দুই ভাই নিহত হয়। গুরুতর আহত হয় তাদের বাবা। তাকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।”