বুধবার৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা

;যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের শুড়ারঘোপ গ্রামে মায়ের সাথে অভিমান করে নিজ মেয়েকে বিষ খাইয়ে মাও আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০টার দিকে।নিহতরা হলেন- ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে সুমি খাতুন (৩০) ও তার মেয়ে আঁখি মনি (৬)।”

;এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।প্রতিবেশীরা জানান- ৩ বছর আগে বিবাহ বিচ্ছেদের পর সুমি খাতুন তার শিশু সন্তান আঁখি মনিকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।এ নিয়ে সুমির মায়ের সঙ্গে প্রতিনিয়ত কথা-কাটাকাটি হতো তার।গত রাতে (মঙ্গলবার) মা তাকে এ নিয়ে বকাঝকা করেন। এরপর তার ও মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়।পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের “

;আর এ বিষয়ে লক্ষণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোমিনুল হোসেন জানান- মেয়েটার বিয়ের পর সংসারে ঝামেলার কারণে বিচ্ছেদ হয়। তারপর থেকে সুমি খাতুন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।  সন্ধ্যায় মায়ের সঙ্গে পারিবারিক বিষয়ে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাত ৯টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সুমি খাতুন প্রথমে মেয়েকে বিষপান করান; তারপর নিজেও বিষপান করেন।”

;খবর পেয়ে পরিবার ও এলাকার লোকজন তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আঁখি মনিকে (৬) মৃত ঘোষণা করেন এবং মা সুমি খাতুনকে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সুমি খাতুনও মারা যান। মরদেহ দুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে আছে বলে জানা গেছে।’