রবিবার১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পকে অ্যান্টি সেক্স বেড

 ;অলিম্পিক এ বারের যেন সব দিক থেকেই আলাদা- দর্শক নেই, একাধিক বড় খেলোয়াড় নাম সরিয়ে নিচ্ছেন করোনার ভয়ে। এমন অবস্থায় আরও একটু আলাদা হলো এ বারের টোকিয়ো অলিম্পিকে খেলোয়াড়দের জন্য যে খাটের ব্যবস্থা করা হয়েছে, তার নামই হলো- ‘অ্যান্টি সেক্স বেড’।”

;এমনভাবে এই খাটগুলো বানানো হয়েছে যে- একজনের বেশি মানুষ খাটে উঠলে তা ভেঙে যাবে। কার্ডবোর্ড দিয়ে বানানো এই খাটগুলোর জিনিস ফের ব্যবহার করা যাবে।অলিম্পিকের রীতি অনুযায়ী গেমস ভিলেজে ঢোকার সময় কন্ডম দেওয়া হয়।”

;তবে এবার খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা হচ্ছে- সেগুলো ব্যবহার না করে স্মারক হিসেবে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইচআইভি মোকাবিলায় সতর্কতা বৃদ্ধি করার জন্যও বলা হচ্ছে।”