মঙ্গলবার২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

১৯ বছরের তরুণী জন্ম দিলেন একসঙ্গে পাঁচ সন্তান

ছবি -সংগৃহীত

বাংলা সংবাদ ২৪ ডেক্স- একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দিয়ে আলোচনায় এসেছেন এক ভারতীয় তরুণী। ওই তরুণীর নাম রুবিনা বেগম। বয়স ১৯ বছর।
বৃহস্পতিবার ভোর রাতে তার প্রসব ব্যথা উঠলে তাকে নেওয়া হয় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ হাসপাতালে। সকাল ৯টায় পাঁচ সন্তান জন্ম দেন রুবিনা।
হাসপাতাল সূত্রের দাবি, চারটি কন্যা সন্তান এবং একটি অপরিণত মাংসপিণ্ডের জন্ম দেন তিনি।
হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ অলোক সাঁতরা জানান, একসঙ্গে চার বা পাঁচ সন্তানের জন্ম দেওয়া বিরল ঘটনা। এমন ঘটনা ৮-১০ বছরে একটি ঘটে। এই চিকিৎসক জানান, জিনগত কারণে এমনটা ঘটতে পারে।
রুবিনার স্বামী মকসেদ মহম্মদ দিনমজুর। তিনি বলেন, তার স্ত্রীর ওজন ছিল ৩৯ কেজি। সন্তান জন্ম দিতে এটা স্বাভাবিক না বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রুবিনার স্বামী আরো জানান, তাদের অসম্পূর্ণ মৃত সন্তানটির দুটো পা ও একটি হাত তৈরি হয়েছিল।
চিকিৎসকরা জানিয়েছেন, রুবিনার নর্মাল ডেলিভারি হয়েছে। এ সব ক্ষেত্রে প্রচুর রক্তপাতের আশঙ্কা থাকে। তবে রুবিনার তেমন হয়নি। উনি এখন সুস্থ আছেন। তার জন্ম দেওয়া চার কন্যা শারীরিকভাবে খুবই দুর্বল। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।