বুধবার১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে খাদ্য সংকট মোকাবিলায় কিমের মূত্র থেরাপি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশে তীব্র খাদ্যের সংকট মোকাবিলায় কৃষকদের দুই লিটার করে মূত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন । কারণ দেশটিতে বর্তমানে যে পরিমাণ খাদ্য মজুত আছে, তাতে আর মাত্র ২ মাস চলবে বলে এক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। “

;আর তাই জমির ফসল বৃদ্ধি করতে মাঠে দুই লিটার করে মূত্র ছিটানোর নির্দেশ দেন তিনি। দেশটির খাদ্য সংকট পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে- সেখানকার কৃষকদের প্রতিদিন নিজেদের জমিতে ২ লিটার করে মূত্র দেওয়ার নির্দেশ দিয়েছে কিম প্রশাসন। খাদ্য সংকট মোকাবেলায় জমির উর্বরতা বাড়ানোর জন্য এই নির্দেশ দেওয়া হয় বলে রেডিও ফ্রি এশিয়া নামের এক বেতার মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ”

; এই প্রতিবেদনে বলা হয়েছ- জমিতে মূত্র দিলে দেশটিতে সার উৎপাদনের পরিমাণ বাড়ানো যাবে। সারের উৎপাদন বাড়ালেই ফসল উৎপাদন বাড়বে। এর ফলে ফলনও বাড়বে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।”

; কিমের দেশটির অনেক খাদ্যই বাইরে থেকে আমদানি করতে হয়। খাদ্য সরবরাহের ব্যাপারে চীনের ওপর অনেকটাই নির্ভরশীল উত্তর কোরিয়া। কিন্তু পরমাণু প্রকল্পের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি থাকায় উত্তর কোরিয়াকে এখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ‘’

;এ ছাড়া করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এই পরিস্থিতিতে উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কিম প্রশাসন। তাই সব মিলিয়ে দেশটি  চাইলেও বাইরে থেকে খাদ্য কিংবা সার আমদানি করতে পারছে না  ‘’