;টঙ্গীতে একটি পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (১০ জুন) রাত পৌনে ১০টার দিকে নিউ অলেম্পিয়া টেক্সটাইল মিলের গোডাউনে এই আগুন লাগে।”
;জানা গেছে, গোডাউনের আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ও দিয়াবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ছয়টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। “
;স্থানীয়রা জানিয়েছেন, আগুন দেখা মাত্র তারা টঙ্গী ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করেন। তারা খবর পেয়ে চারটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুন ধীরে ধীরে বাড়তে শুরু করলে তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে উত্তরার দিয়াবাড়ি স্টেশনের দুটি ইউনিট যোগ দেয়।”