মঙ্গলবার১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিচ্ছেদ হলে ও ভালোবাসা থাকবে আজীবন

চিত্রনায়িকা মাহিয়া মাহি সিলেটী বধূ ৫ বছরের সংসার ভাঙার ঘোষণার পর স্বামী পারভেজ মাহমুদ অপু বলেছেন, জাগতিক বিভিন্ন কারণে হয়তো আমাদের একসঙ্গে থাকা হবে না, কিন্তু আমরা জীবনের বাকিটা সময় একে অপরকে ভালোবেসেই যাবো।”

মাহির প্রতি আমার যে শ্রদ্ধা-মমত্ববোধ ছিলো, সেটি সব সময় থাকবে। আমার ক্ষেত্রে তার মনোভাবও এমন। আমার প্রতিও মাহির যথেষ্ট শ্রদ্ধা আর ভালোবাসা রয়েছে। ডিভোর্সের বিষয়টি দুজনের সম্মতিতেই সিদ্ধান্ত হয়েছে”

  ;তিনি আরও বলেন, ভবিষ্যতের জন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। বরং এ সিদ্ধান্তে আমার পরিবারের লোকজন আপসেট।’

-আগে, মাহিয়া মাহির শনিবার দিবাগত রাত দুইটার দিকে বিচ্ছেদের খবর জানিয়ে এই অভিনেত্রী ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে লিখেছেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পরে মাহি শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকেও ক্ষমা চেয়েছেন।”‘