মঙ্গলবার২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার টিকার নিবন্ধন বন্ধ

নিজস্ব সংবাদদাতা–  চলমান করোনাভাইরাসের টিকা নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকার যোগানে ঘাটতি থাকায় প্রথম ডোজ টিকা বন্ধের পর এবার টিকার নিবন্ধনও অস্থায়ীভাবে বন্ধ করা হলো “”

’’ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।  সেব্রিনা ফ্লোরা জানান -আপাতত টিকার নিবন্ধন আমরা স্থগিত করেছি। আপনারা জানেন যে  টিকার চালান চুক্তিমত আমাদের হাতে এসে পৌঁছায়নি। আর সে কারণে আপাতত যাদের নিবন্ধন করা আছে তাদেরই টিকা দেয়া শেষ করতে চাই আমরা ‘’

তিনি জানিয়েছেন আবার নতুন করে প্রথম ডোজের টিকা দেওয়া যখন শুরু হবে, সে সময় আবার নিবন্ধন চালু করা হবে  ‘

এর আগে  দেশে গত ৭ ফেব্রুয়ারি একযোগে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। “”