বুধবার১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ১৩ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে অস্ত্রসহ যুবক আটক

নিজস্ব সংবাদদাতা– কক্সবাজারের পেকুয়ায় ৫টি আগ্নেয়াস্ত্র, ২টি রামদা ও ৪ রাউন্ড গুলির খোসাসহ মো. জাকির হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র র‌্যাব-১৫। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- দেশীয় পাইপগান ৩টি, এলজি ২টি, রাম দা ২টি ও কার্তুজের খোসা ৪ রাউন্ড। র‌্যাব জানান টৈটং ইউনিয়নের বনকানন বাজার এলাকায় কতিপয় সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র্র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।”

’’র‌্যাব ঘটনাস্থলে যাওয়া  এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।আটক যুবককে পালানোর কারণ জিজ্ঞাসা করলে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।’

’’’একপর্যায়ে সে জানায়, বনকানন বাজার হতে মধুখালীগামী রাস্তার পশ্চিম পার্শ্বে তার ব্যবসায়িক অফিসে দেশীয় তৈরি কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে।পরে তার অফিস কক্ষের কাঠের ছোট আলমারির পেছন থেকে একটি সাদা বস্তার ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে তিনি জানান।গ্রেপ্তার জাকির ও এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্র-গুলি সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে মাদকের ব্যবসা করে আসছে।’’

’র‌্যাব কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান তাকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।’ ‘