বুধবার১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জামাই-শ্বশুর গাঁজার গাছসহ গ্রেপ্তার

রাজশাহী সংবাদদাতা– রাজশাহীতে গাঁজার গাছসহ জামাই-শ্বশুরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয় “

”আটককৃতরা হলেন ছোটবনগ্রাম পূর্বপাড়া মহল্লার মিজানুর হোসেন (৪৭) ও তার মেয়ের জামাই আমজাদ হোসেন (২৫)।তার জামাতা আমজাদের বাড়ি নওগাঁর নিয়ামতপুর গ্রামের শাহাপুর গ্রামে। ”রাজশাহীতে তিনি শ্বশুরবাড়িতে থাকতেন।”

”তাদের আজ রোববার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিজানুরের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়িতে একটি গাঁজার গাছ পাওয়া যায়। পরে বাড়ি থেকে জামাই-শ্বশুরকে আটক করা হয়।তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। “