বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– রাজধানী ঢাকার আদাবরে বিস্ফোরণে পয়ঃনিষ্কাশন নালার কয়েকটি ঢাকনা সড়ক ফেঁড়ে উঠে এসেছে। এই ঘটনা ঘটেছে আজ বুধবার বিকেলে আদাবর থানার পেছনে রিং রোড সংলগ্ন বায়তুল আমান হাউজিং সোসাইটির ২ নম্বর সড়কে ।
তবে বিস্ফোরণে আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হয়নি। তবে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকার একটি দোকানের মালিক ইলিয়াস আহমেদ জানান-বিকাল ৫টার পরপরই বিকট শব্দ এবং স্যুয়েরজ লাইনের ৫টি স্ল্যাব উপড়ে আসে।
তিনি আরো বলেন- বিকট শব্দ হয়েছিল। এলাকা কেঁপে উঠে। আমার দোকানের সামনের স্ল্যাবটি প্রায় ৭/৮ ফুট উপরে উঠে যায়।তার দাবি বিস্ফোরণে তার দোকানের অনেক মালামালও নষ্ট হয়েছে বলে ।
ইলিয়াস আহমেদ আরও বলেন, গত বছর এপ্রিল মাসেও এ ধরনের বিস্ফোরণ ঘটে। তখন ৪ নম্বর সড়কেরও বেশ কয়েকটি স্ল্যাব উঠে যায়’ তখন তিতাস গ্যাসের কর্মীরা এসে পরীক্ষা করলেও গ্যাস লাইনে কোনো ত্রুটি পায়নি। বিস্ফোরণের পর মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের দলের লিডার দীন মোহাম্মদ বলেন, পয়ঃনিষ্কাশন নারীতে গ্যাস জমে এই ঘটনা ঘটতে পারে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা বায়োগ্যাস বের হওয়ার কোনো সুযোগ না পাওয়ায় বিস্ফোরণের মাধ্যমে এই গ্যাস বের হয়ে এসেছে। তিনি বলেন, স্ল্যাবগুলোতে কোনো ছিদ্র ছিল না। সড়কে স্ল্যাবগুলোর উপরে কার্পেটিংও করা হয়েছিল। ফলে বোঝার উপায় ছিল না যে এখানে স্ল্যাব আছে।।