বাংলা সংবাদ২৪ ডেস্ক– মিয়ানমারে দেশটির আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সেনাবাহিনী। তারা আজ সোমবার দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি, মিয়ানমারের প্রেসিডেন্ট এবং কয়েকজন মন্ত্রীকে আটকের পর এই ঘোষণা দেয় ।।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সেই সঙ্গে তারা সেনাবাহিনীর একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বার্তা সংস্থাটি জানায়, মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াওয়াদ্দি টিভিতে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, মিয়ানমারের স্থিতিশীলতা বজায় রাখতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এএফপি আরও জানায়,আজ ইয়াঙ্গুনের সিটি হলের নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী । সু চিকে আটকের পর অভ্যুত্থানের মতো পরিস্থিতি দেখা দিয়েছে।
এ সময় ঘটনাস্থলে থাকা এএফপির এক সাংবাদিক জানান, সিটি হল চত্বরে সেনাবাহিনীর পাঁচটি ট্রাক রয়েছে। যারা কাজে যোগ দিতে গিয়েছিলেন, তাদের সেনাসদস্যরা ফিরিয়ে দিচ্ছেন।
আবার দেশটির ক্ষমতা দখল করবে সেনাবাহিনী, গত প্রায় এক সপ্তাহ ধরে এমন গুঞ্জন চলছিল। প্রায় পাঁচ দশক ধরে মিয়ানমারের ক্ষমতায় ছিল দেশটির শক্তিশালী সেনাবাহিনী। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল এনএলডি জয় পায়।।