পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন পঙ্গু তারা মিয়া। তাকে ছয় মাসের আগাম জামিন দিয়েছেন আদালত। বিচারপতি মো. রইস উদ্দিন এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ আজ এ জামিন মঞ্জুর করে।
ভোটের আগে গত ২৮শে ডিসেম্বর সুনামগঞ্জের মল্লিকপুর বাজারে পুলিশের ওপর লাঠি, হটিস্টিক নিয়ে হামলার অভিযোগে এ মামলাটি করা হয়। মামলায় ৫২ জনকে আসামি করে পুলিশ। তাদের মধ্যে তারা মিয়া রয়েছেন। পঙ্গু তারা মিয়া ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আসামি করার ঘটনায় তোলপাড় তৈরি হয়েছে। সুত্র-মা জ