বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়াশার সকালে সড়কে নিহত ৫

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– আজ টাঙ্গাইলের সদর উপজেলায় কুয়াশা ঘেরা সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক টাঙ্গাইল  জুলফিকার জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও তিনজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতলে ভর্তি করা হলে সেখানে আরও একজন মারা যায়।

জানা যায় অতিরিক্ত কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

  টাঙ্গাইল ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. জানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।।