বাংলা সংবাদ২৪ ডেস্ক– বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। বুধবার(২২শে অক্টোবর) সন্ধ্যায় হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাষ্টদ্রোহ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ বলেন-রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই গ্রেপ্তারি পরোয়ানাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।।আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।।