— কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার সুপার আব্দুল কাদেরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুল কাদের উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার বাসিন্দা। তিনি সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক)। এর আগে সোমবার বিকেলে মিরপুর থানায় ওই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের (৯) ধারায় এজাহার দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। মামলা নং-৩।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসার অফিস কক্ষে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামিকে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলে পাঠিয়ে দেন।।