রবিবার১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা-– আজ শুক্রবার বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নন্দীগ্রাম উপজেলার তুলাশন গ্রামে এই ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, তুলাশন গ্রামের শাহিন আলম পুকুরে মাছ চাষের সুবিধার জন্য চারপাশে বাঁশের খুঁটি গেড়ে বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন।

সেই বিদ্যুতের খুঁটি পানিতে শুক্রবার পড়ে পুকুর বিদ্যুতায়িত হয়ে যায়। এ অবস্থায় একই গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন পুকুরে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। কাছেই থাকা তার ছেলে শরিফুল ইসলাম বাবাকে বাঁচাতে পুকুরে নামলে তিনিও বিদ্যুতায়িত হয়ে যান। পরে ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা-ছেলে।

পুৃলিশের এই কর্মকর্তা আরও জানান, বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বাবা-ছেলের ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের স্বজনরা দাফন শেষে এ ঘটনায় থানায় মামলা দায়ের করার কথা জানিয়েছেন ।