শুক্রবার১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বামী-শাশুড়ি-দেবর  ন্যাড়া করলেন গৃহবধূর মাথা

##বাগেরহাটের মোড়েলগঞ্জে এক গৃহবধূকে তার স্বামী,শাশুড়ি ও দেবর  মারধর শেষে মাথা ন্যাড়াকরে দেওয়ার অভিযোগ উঠেছে । এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সুরমা বেগম(২২ ) নামে ওই গৃহবধূ। আজ শনিবার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।

উপজেলার জিউধরা গ্রামের দরিদ্র কৃষক মিজানুর মৃধার মেয়ে ভুক্তভোগী সুরমা বেগম। তিনি জানান, এক বছর আগে তার বিয়ে হয় পাশ্ববর্তী ডুমুরিয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে রাজিব শেখের(৩২) সঙ্গে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় নগদ টাকার জন্য সুরমাকে নির্যাতন করত স্বামীসহ পরিবারের অপর সদস্যরা।

সুরমা বেগম জানান-সবশেষ গত ১৯ জুলাই রাতে তাকে মারপিট করা হয়। পরে মাথার চুল কেটে ন্যাড়া করে একটি কক্ষে আটকে রাখা হয় তাকে। সেখান থেকে কৌশলে পালিয়ে বাবাকে সঙ্গে নিয়ে গতকাল শুক্রবার থানায় যান তিনি।

ওসি কেএম আজিজুল ইসলাম বলেন-অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাইয়ের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।।