আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা:– কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের কুড়িয়া পরা গ্রামে সোমবার এশার নামাযের পর-পরকীয়া বাঁধা দেওয়াকে কেন্দ্র করে ইয়াছিন নামের এক রাজ মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-কুড়িয়া পরা এলাকার মাদকাসক্ত শাহজাহান প্রায়ই চা দোকানদার আব্দুল হান্নানের স্ত্রী জেসমিনের সাথে যোগাযোগ রাখতে তাহার বাড়িতে আসতো। এক পর্যায়ে জেসমিন ও শাহজাহানের পরকীয়া সর্ম্পক তৈরি হয়।
বিষয়টি জেসমিনের স্বামী আব্দুল হান্নান জানার পরও কোন প্রকার ব্যবস্থা নিতে না পারলেও, আব্দুল হান্নানের খালাতো ভাই মিজান(৩৮) ও ইয়াছিন(২৮) প্রতিনিয়ত জেসমিনের পরকীয়ায় বাঁধা দিতো। মিজান ও ইয়াছিন জেসমিনের পরকীয়া বাঁধা হয়ে দাঁড়ালে শাহজাহান(৪০) আর ঔ বাড়িতে আসতে পারতো না।
এরই সূত্র ধরে গতকাল সোমবার সদর দক্ষিণ উপজেলার কুড়িয়া পরা গ্রামের মিজান এশার নামায পরে মসজিদ হতে বের হয়ে বাড়ির দিকে আসলে-পূর্ব প্রস্তÍুতি নেওয়া মাদকাসক্ত শাহজাহান তাহার ভাড়াটে ৪/৫ জন সন্ত্রাসী নিয়ে অর্তকিত হামলা চালালে, মিজানের শোর চিৎকারে তাহার ছোট ভাই ইয়াছিন(২৮) মিজানকে বাঁচাতে এগিয়ে আসে।
এক পর্যায়ে সন্ত্রাসী শাহজাহান ও তাহার সঙ্গীয় সন্ত্রাসী সদস্যরা ইয়াছিনের তল পেটে ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ইয়াছিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। ঘটনাস্থলটি কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি প্রশান্ত পাল, সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,জোড়কানন পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান হারিছ মিয়াসহ পুলিশের অন্যান্য সদস্যরা তাৎক্ষনিক পরিদর্শন করেন।
এ ঘটনায় নিহত ইয়াছিনের পরিবারের পক্ষ থেকে শাহজাহান ও তাহার সঙ্গীয় সন্ত্রাসী দস্যদের বিরুদ্ধে হত্যা মামল্র প্রস্তুতি চলছে। এঘটনায় সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান- শাহজাহান নিহত ইয়াছিনের বড় ভাবির সাথে পরকীয়া লিপ্ত ছিল,পরকীয়া বাঁধা দেওয়া কে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে। ঘাতক শাহজাহানকে আটক করতে তৎপরতা চালাচ্ছি।