বুধবার১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নৌ-বাহিনীর প্রধান হলেন আওরঙ্গজেব চৌধুরী

রিয়ার এডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরীকে বাংলাদেশ নৌ-বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আওরঙ্গজেব বর্তমানে বাংলাদেশ কোস্টগার্ডে মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছেন। প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস এডমিরাল পদে পদোন্নতি পূর্বক আগামী ২৬ জানুয়ারি থেকে ২০২০ সালের ২৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ নৌ-বাহিনীর প্রধান পদে দায়িত্ব পালন করবেন আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী।