মঙ্গলবার৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী পুত্রবধূকে ধর্ষণ, আটক শ্বশুর

== লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিবন্ধী পুত্রবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন ভোলা (৫০) নামের একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ থানায় মামলা করেছেন ওই গৃহবধূ।

ডাক্তারি পরীক্ষার জন্য তাকে আজ সকালে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমজাদ হোসেন ভোলা উপজেলার ভোটমারী ইউনিয়নের সফর উদ্দিনের ছেলে। পেশায় তিনি ভ্যানচালক। পুলিশ ও স্থানীয়রা জানান, আমজাদ হোসেনের ছেলের সঙ্গে প্রায় আট মাস আগে বিয়ে হয় শারীরিক প্রতিবন্ধী ওই নারীর। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে থাকলেও তার স্বামী কাজ করতেন পঞ্চগড়ে।

মামলার এজাহারে বলা হয়, স্বামীর অনুপস্থিতিতে মাঝে মধ্যে ওই নারীকে ধর্ষণ করতেন তার শ্বশুর। এরই ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টার দিকে বাড়িতে অন্য কেউ না থাকায় আমজাদ হোসেন ছেলের বউকে ধর্ষণ করেন। ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আমজাদকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, পুত্রবধূর দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আমজাদ হোসেনকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

ধর্ষণের শিকার গৃহবধূ জানান, বিয়ের পর থেকে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করতেন শ্বশুর। এর প্রতিবাদ করলে ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয়। সোমবার দুপুরের দিকে তাকে আবারও ধর্ষণ করা হয়।