বৃহস্পতিবার২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে এসএসসি শিক্ষার্থী নিহত

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা–  গোপালগঞ্জ সদর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষের সময় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গুলিতে রনি শেখ নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রনি শেখ বনগ্রাম পূর্বপাড়া এলাকার আনোয়ার শেখের ছেলে। এ বছর তার বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিলো।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনগ্রামে শেখ ও মোল্লা বংশের মধ্যে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে ওই দুই বংশের লোকজন বলাকইড় পূর্বপাড়া এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় করপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি ছোড়লে রনি শেখ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।