বুধবার৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

 আপন ভাতিজার হাতুড়ির আঘাতে চাচার মৃত্যু

বাংলা সংবাদ২৪ সংবাদদাতা– রংপুরে আপন বড় ভাই, ভাবি এবং ভাতিজার হাতে শামীম হোসেন (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে নগরীর দেওডোবা এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, শামীম হোসেনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তিনি তার ভাতিজাকে থাপ্পড় দেন।

এ ঘটনার জেরে শামীমের বড় ভাই জামিল হোসেন এবং ভাবি আনোয়ারা বেগম তার পথরোধ করেন। এ সময় ভাতিজা আতিকুর রহমান হাতুড়ি দিয়ে শামীম হোসেনের কপালে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের বড় ভাই পালিয়ে গেলেও ভাবি আনোয়ারা বেগম এবং ভাতিজা আতিকুর রহমানকে আটক করেছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওছার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।